আমাদের মুক্তিযুদ্ধের সময় বড় অল্প ছবি তুলে রাখা সম্ভব হয়েছিল। একটি বিকলাঙ্গ জাতি হিসাবে এই অল্প ছবি থেকেও অনেক ছবি কালের গর্ভে হারিয়ে গেছে। আজকের এতসব প্রযুক্তি ওসময় থাকলে প্যালেস্টাইনের ভয়াবহ ছবিগুলোকে ছাড়িয়ে যেত, এতে অন্তত আমার কোন সন্দেহ নাই।
ইচ্ছা আছে এই পোস্টে যতসব ছবি পাব ক্রমশ তা যুক্ত করব। যেসব ছবির সোর্স জানা নাই তা কেউ জানালে কৃতজ্ঞতা। এবং কোন দূর্লভ ছবি কেউ দিলে তাঁর জন্য আগাম কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।

ছবিসূত্র: বাংলার মুক্তিসংগ্রাম/ আফতাব আহমদ
ইচ্ছা আছে এই পোস্টে যতসব ছবি পাব ক্রমশ তা যুক্ত করব। যেসব ছবির সোর্স জানা নাই তা কেউ জানালে কৃতজ্ঞতা। এবং কোন দূর্লভ ছবি কেউ দিলে তাঁর জন্য আগাম কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।
ছবিসূত্র: বাংলার মুক্তিসংগ্রাম/ আফতাব আহমদ